নবী দিবসে সম্প্রীতির বার্তা দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের দুর্গাপুর বাজার, মেনগেট-কাদারোড এলাকা, পানাগড় বাজার এলাকায় নবী দিবস উদযাপন করা হয়। সকালে সগড়ভাঙা মুসলিম পাড়া থেকে শুরু হয় বর্ণাঢ্য মিছিল, যা দুর্গাপুর বাজার এলাকা পর্যন্ত যায়। ঢাক-ঢোল, ধর্মীয় সঙ্গীত ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। হাতে পতাকা, ব্যানার ও নবী দিবসের স্লোগান লেখা ফেস্টুন নিয়ে এগিয়ে যান সবাই। মেনগেট কাদারোড অঞ্চলে ‘ঈদ-এ-মিলাদুন-নবী’ উপলক্ষে তানজিম মিলন কমিটি এই উপলক্ষে শোভাযাত্রা বের করে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
তানজিম মিলন কমিটির সভাপতি তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি তরুণ রায়কে সম্মান জানিয়ে কুফি পরান আলাউদ্দিন খান ও মহম্মদ নাসিম। নবী দিবসে ওই এলাকার বিভিন্ন শোভাযাত্রা এক জায়গায় মিলিত হয়ে শোভাযাত্রা মেনগেটের মূল মসজিদে গিয়ে শেষ হয়। তরুণ রায় বলেন, “দেশে ধর্মের নামে যে রাজনীতি চলছে তা থেকে সব ধর্মের মানুষকে বেরিয়ে আসতে হবে। ধর্ম যার যার উৎসব সবার, এই সম্প্রীতির বার্তা নিয়ে সবাইকে এগোতে হবে। ধর্মের নামে নির্বাচন হবে না ভারতবর্ষে। পানাগড়ে বাজার চত্বর থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। গুরুদুয়ারার সামনে দিয়ে পানাগড় গ্রাম পর্যন্ত যায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
