দুর্গাপুর: পুজোয় নারী নিরাপত্তায় মহিলা পুলিশকে নিয়ে গ্রিন উইনার্স টিম গড়ল কমিশনারেট। মহিলাদের সুরক্ষা দিতে বাড়তি পদক্ষেপ পুলিশের। ব্যাটারি চালিত সাইকেল নিয়ে মহিলা কনস্টেবলরা দুর্গাপুরের পুজো মণ্ডপগুলির চতুর্দিকে নজরদারি চালাবেন। মহিলাদের কোনও রকম সমস্যার সমাধানে তাঁরা ঝাঁপিয়ে পড়বেন এবং তাঁদের নিরাপত্তা দেবেন। পঞ্চমীর সন্ধ্যায় গ্রিন উইনার্স টিমের উদ্বোধন করেন পুলিশ কমিশনার সুনীল চৌধুরী, মন্ত্রী প্রদীপ মজুমদার, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, এডিডিএ এর চেয়ারম্যান কবি দত্ত প্রমুখ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
পুলিশ কমিশনার বলেন, “মোট ৬০ জন মহিলা কনস্টেবল দুর্গাপুরের বিভিন্ন পুজো মণ্ডপের পাশাপাশি সাইকেল নিয়ে অলিতে-গলিতে নজরদারি চালাবেন। ভিড়ের চোটে বড় গাড়ি যেখানে ঢুকতে পারে না, সেখানে সাইকেল নিয়ে দ্রুত পৌঁছাতে পারবে এই মহিলা বাহিনী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য জুড়ে গ্রিন উইনার্স টিম গড়ে উঠছে। দুর্গাপুর পুলিশ লাইনেও তা শুরু করা হল।” এদিন তাঁরা দুর্গাপুর পুলিশ লাইনের দুর্গাপুজোরও উদ্বোধন করেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।