এটাও রাস্তা! দুর্গাপুর পুর নিগম ‘নির্বিকার’

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: নামেই তালপুকুর, ঘটি ডোবে না! পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ৪৩ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী গেলে বোঝা যায়, এই বাক্যের বাস্তবতা! আধুনিক শিল্প শহরে রাস্তার হাল দেখলে যে কারওর এটাই মনে হবে। কংক্রিটের রাস্তা ভেঙে গিয়েছে। বিপজ্জ্নকভাবে বেরিয়ে আছে মরচে ধরা রড। জায়গায় জায়গায় ধস। পায়ে হেঁটে যাতায়াত করাই দূরহ। সেখানে গাড়ি বা অন্যান্য যানবাহন ঢোকার কথা তো ভাবাই যায় না।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে চলা এই সমস্যার কোনও স্থায়ী সমাধান হচ্ছে না। কেউ অসুস্থ হলে, তাকে চ্যাংদোলা করে তুলে হাসপাতালে নিয়ে যেতে হয়। অন্য কোনও উপায় নেই। জীবন হাতে নিয়ে যাতায়াত করতে হয় এই রাস্তায়। এলাকাবাসী বিশ্বজিৎ সমাদ্দার বলেন, “ভয়ে এই রাস্তা আমরা ব্যবহার করি না। অনেক ঘুরে অন্য একটি রাস্তা দিয়ে যাতায়াত করি। আমরা চরম সমস্যায় রয়েছি দিনের পর দিন।”
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
স্থানীয়দের আরও অভিযোগ, বছর দুয়েক আগে এই রাস্তা সংস্কার হয়েছিল। কিন্তু তৈরি হওয়ার কিছুদিনের মধ্যেই ধস নামে। তারপর থেকে বার বার রাস্তা বসে যাচ্ছে। কয়েক মাস আগে দুর্গাপুর নগর নিগমের ইঞ্জিনিয়াররা এলাকা পরিদর্শন করলেও আজ পর্যন্ত কোনও মেরামতির কাজ হয়নি। ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি যখন তৃণমূলে ছিলাম তখন রাস্তা সংস্কারের উদ্যোগ শুরু হয়। কিন্তু দলত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ার পরে বদলা নেওয়ার জন্য উদ্যোগ বন্ধ করে দেওয়া হয়। ওই এলাকার মানুষদের কী দোষ?”
যদিও বিজেপি নেতার এই অভিযোগ মানতে চাননি দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব। তিনি বলেন, “রাজনীতির কোনও ব্যাপার নয়। বিজেপি নেতা মিথ্যে কথা বলছেন। সমস্যার কথা আমরা জানি। কাজও করা হবে।” রাজনৈতিক তরজা বাদ দিয়ে পুর নিগম আগে রাস্তা মেরামতির ব্যবস্থা করুক, এটাই দাবি স্থানীয়দের। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

