ডাক্তারি ছাত্রীর গণধর্ষণে মূল অভিযুক্ত সহপাঠী ও তার বন্ধুরা? অভিযোগ দায়ের থানায়

ওডিশার তরুণী মেডিক্যাল পড়তে এসে দুর্গাপুরে ভয়াবহ নির্যাতনের শিকার
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শুক্রবার রাতে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের এক বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের এক ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ওড়িশার বাসিন্দা ওই ছাত্রী তাঁর এক সহপাঠী ছাত্রের সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন। অভিযোগ, ফাঁকা রাস্তার পাশের জঙ্গলে তাঁকে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। নির্যাতিতা হাসপাতালে ভর্তি আছেন। শনিবার তাঁর অস্ত্রোপচার হয়েছে।
খবর পেয়ে রাতেই নির্যাতিতার বাবা-মা দুর্গাপুর রওনা দেন। ভোরে তাঁরা এসে পৌঁছান এবং মেয়ের সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করেন। ছাত্রী সমস্ত ঘটনা খুলে বলেন। নির্যাতিতার বাবা থানায় লিখিত অভিযোগে জানান, যে সহপাঠী ছাত্র তাঁর মেয়েকে ক্যাম্পাসের বাইরে নিয়ে গিয়েছিল, সে এবং তার বন্ধুরা এই ঘটনা ঘটিয়েছে। মেয়ের সঙ্গে থাকা ৫ হাজার টাকাও ছিনতাই করে নিয়েছে তারা। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত সহপাঠীকে আটক করেছে বলে একটি সূত্রে জানা গিয়েছে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এদিকে এই ঘটনার পরে মেয়েদের নিরাপত্তা নিয়ে সরব হয়েছে রাজনৈতিক দলগুলি। বিজেপির যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় গভীর রাত থেকে হাসপাতালে রয়েছেন। তাঁর বক্তব্য, “এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তদের কড়া সাজা দিতে হবে।” নির্যাতিতার বাবার সঙ্গে মোবাইলে কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিপিএমের একটি প্রতিনিধি দল নির্যাতিতা ও কর্তৃপক্ষের সঙ্গে সঙ্গে কথা বলতে হাসপাতালে যায়। কিন্তু তাঁদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। ঘটনার উপযুক্ত তদন্ত দাবি করে কলেজে বিক্ষোভ দেখান ডাক্তারি পড়ুয়ারা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )