পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ানের দুর্গাপুরের শ্বশুরবাড়িতে বাড়ছে উদ্বেগ

পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ানের দুর্গাপুরের শ্বশুরবাড়িতে বাড়ছে উদ্বেগ
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর শহরের ডিএসপি টাউনশিপের ট্রাঙ্ক রোডে এসবিএসটিসি গ্যারাজের কাছে শ্বশুরবাড়ি পূর্ণমকুমার সাউ এর। পূর্ণমকুমার সাউ হলেন সেই বিএসএফ জওয়ান যাকে ধরে নিয়ে গিয়েছে পাকিস্তান। ২৩ এপ্রিল থেকে তিনি পাকিস্তানের হাতে বন্দী রয়েছেন। তাঁকে নিয়ে উদ্বেগে রয়েছে শ্বশুরবাড়ির লোকজন। 

পূর্ণমের স্ত্রী রজনীর বৌদি রানী গুপ্ত জানান, বছর আটেক আগে বিয়ে হয়েছে ননদ রজনীর। এখন রজনী তিন মাসের অন্তসত্ত্বা। এই অবস্থায় স্বামীকে নিয়ে তার উৎকন্ঠা খুবই চিন্তাজনক। এই অবস্থাতেও সে স্বামীকে ফিরিয়ে আনতে গিয়েছিল। আশ্বাসও মিলেছিল। কিন্তু কিছু হয়নি। এর মধ্যে প্রত্যাঘাত শুরু হয়ে যাওয়ায় দুশ্চিন্তা আরও বেড়েছে বলে জানান তিনি। তিনি বলেন, “আমাদের পরিবারের সদস্য বাড়ি ফিরে আসুক। সরকারের কাছে এটাই আমাদের প্রত্যাশা।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

তিনি বলেন, “ওকে ছেড়ে দেওয়া হবে কিছুদিন আগে জানতে পেরেছিলাম। কিছুটা আশ্বস্ত হয়েছিলাম। কিন্তু এখনও ছাড়া হল না। ওখান থেকে আর কোনও খবর আসছে না। তাই নিজেদের অস্থির লাগছে। আমার ননদের ছোট বাচ্চা আছে। সে এখন অন্তসত্ত্বা। তার শরীর, মন ভাল নেই। আমরা চাইছি ঘরে ফিরিয়ে দেওয়া হোক আমাদের ঘরের ছেলেকে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন) 

Highlight
পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ানের দুর্গাপুরের শ্বশুরবাড়িতে বাড়ছে উদ্বেগ
News
পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ানের দুর্গাপুরের শ্বশুরবাড়িতে বাড়ছে উদ্বেগ
:
পূর্ণমকুমার সাউ হলেন সেই বিএসএফ জওয়ান যাকে ধরে নিয়ে গিয়েছে পাকিস্তান। ২৩ এপ্রিল থেকে তিনি পাকিস্তানের হাতে বন্দী রয়েছেন। তাঁকে নিয়ে উদ্বেগে রয়েছে শ্বশুরবাড়ির লোকজন। 
Published By
Durgapur Darpan
error: Content is protected !!