দুর্গাপুর: ব্যান্ড প্রিলিউড এর উদ্যোগে গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল সঙ্গীতানুষ্ঠান: ডাউন মেমোরি লেন। জনপ্রিয় বাংলা ও হিন্দি গান পরিবেশন করেন কলকাতা ও দুর্গাপুরের শিল্পী, সুজয়, বাপ্পাদিত্য, কল্পনা, শবনম, কাকলি সহ আরও কয়েকজন। যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করেন বুকান, দোলন, বরুন ও অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, দুর্গাপুর নগরনিগমের মুখ্যপ্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত প্রমুখ।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
Highlight
News
দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে সঙ্গীতানুষ্ঠান: ডাউন মেমোরি লেন
:
জনপ্রিয় বাংলা ও হিন্দি গান পরিবেশন করেন কলকাতা ও দুর্গাপুরের শিল্পী, সুজয়, বাপ্পাদিত্য, কল্পনা, শবনম, কাকলি সহ আরও কয়েকজন।
Published by
Arpita Majumder
Publisher
DURGAPUR DARPAN
WhatsApp Group
Join Now