দুর্গাপুর: কাঁকসার রাজবাঁধের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার থেকে শুরু হয়েছে দুই দিনের অ্যাসোসিয়েশন অফ প্যাথলজিস্ট অ্যান্ড মাইক্রোবায়োলজিস্ট, পশ্চিমবঙ্গ শাখার ৩১ তম বার্ষিক সম্মেলন। পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে ১৫০ জনেরও বেশি পোস্ট গ্রাজুয়েট পড়ুয়া, বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ল্যাবরেটরির প্যাথলজিস্ট, মেডিকেল কলেজের সিনিয়র ফ্যাকাল্টিরা যোগ দিয়েছেন ওই সম্মেলনে।
এই সম্মেলনের উদ্বোধন করেন মেডিকেল কলেজ হাসপাতালের সহ সভাপতি রাহুল মজুমদার সহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ও চিকিৎসকরা। মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এই সম্মেলনে পড়ুয়াদের সামনে নতুন নতুন চিকিৎসা সংক্রান্ত বিষয় তুলে ধরা হয়। প্যাথলজির মাধ্যমে কীভাবে রোগীদের দ্রুত সুস্থ করে তোলা যায় এবং পরিষেবা দেওয়া যায়, সেই বিষয়ে আলোচনা হয়।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
কর্তৃপক্ষ আরও জানান, আরজি করের নৃশংস ঘটনার পর থ্রেট কালচার নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য। সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলিতেও তৎপরতা শুরু হয়েছে। এই সম্মেলনেও ডাক্তারি পড়ুয়াদের মধ্যে সেই বিষয় নিয়ে সচেতনতা বাড়ানো হচ্ছে। এই সম্মেলনে প্রায় ২৫০ জন উপস্থিত ছিলেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।