দুর্গাপুরে প্রায় ৫০ জনের ইন্টারভিউ নিল কংগ্রেস, চলছে দলীয় মুখপাত্রের খোঁজ

দুর্গাপুরে প্রায় ৫০ জনের ইন্টারভিউ নিল কংগ্রেস, চলছে দলীয় মুখপাত্রের খোঁজ
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

নতুন প্রতিভা খুঁজতে কংগ্রেসের অভিনব উদ্যোগ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দেশ জুড়ে দলীয় মুখপাত্রের খোঁজ শুরু হয়েছে। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে আনুষ্ঠানিকভাবে ‘মুখপাত্র সন্ধান’ শীর্ষক ইন্টারভিউ প্রক্রিয়া আয়োজিত হল পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস কার্যালয়, দুর্গাপুর বেনাচিতি স্টিল মার্কেটের শহীদ শেলী ঘোষ ভবনে। নতুন প্রতিভা খুঁজে বের করে দলীয় মুখপাত্র মনোনয়নের লক্ষ্যে আয়োজিত এই সাক্ষাৎকারভিত্তিক প্রক্রিয়ায় প্রায় ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

সারা ভারতবর্ষে শুরু হওয়া এই কর্মসূচির মধ্যে পশ্চিমবঙ্গে প্রথমবার এই ধরণের নির্বাচন অনুষ্ঠিত হলো। প্রাথমিক বাছাই (১৫ ও ১৬ সেপ্টেম্বর) শেষে দ্বিতীয় পর্যায়ে পাঁচটি জোনে ভাগ করে বাছাই প্রক্রিয়া নেওয়া হয়। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলার প্রতিযোগীদের নিয়ে আজ শহীদ শেলী ঘোষ ভবনে তৃতীয় জোনের মনোনয়ন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইসিসি-র প্রবক্তা অংশুমান সাঁই, প্রদেশ কংগ্রেসের প্রবক্তা চন্দন ঘোষ চৌধুরী এবং পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী। তিনটি ধাপে হওয়া এই বাছাই প্রক্রিয়ায় প্রতিযোগীদের ভারতবর্ষের ইতিহাস ও জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, কৃষ্টি ও সংস্কৃতি, গলার স্বর, বাচনভঙ্গি এবং সমষ্টিগত আলোচনার ভিত্তিতে যাচাই করা হয়। 

আজকের এই পর্ব থেকে নির্বাচিত যোগ্য প্রতিযোগীরা আগামী ২২ সেপ্টেম্বর, কলকাতায় চূড়ান্ত বাছাই পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী জানান, “রাহুল গান্ধীর পরিকল্পনা অনুযায়ী এই উদ্যোগের লক্ষ্য হলো—প্রান্তিক অঞ্চল থেকে উঠে আসা কর্মীদের যোগ্যতার ভিত্তিতে নেতৃত্বের স্থানে পৌঁছে দেওয়া। এতে কংগ্রেসের সংগঠন যেমন শক্তিশালী হবে, তেমনই বিজেপির মতো বিভেদকামী শক্তির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ লড়াই আরও দৃঢ় হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
দুর্গাপুরে প্রায় ৫০ জনের ইন্টারভিউ নিল কংগ্রেস, চলছে দলীয় মুখপাত্রের খোঁজ
News
দুর্গাপুরে প্রায় ৫০ জনের ইন্টারভিউ নিল কংগ্রেস, চলছে দলীয় মুখপাত্রের খোঁজ
:
নতুন প্রতিভা খুঁজে বের করে দলীয় মুখপাত্র মনোনয়নের লক্ষ্যে আয়োজিত এই সাক্ষাৎকারভিত্তিক প্রক্রিয়ায় প্রায় ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
Published By
error: Content is protected !!