ঠিকাদার উধাও! বেহাল রাস্তায় দুর্ঘটনা লেগেই থাকে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ঠিকাদার উধাও! বেহাল রাস্তায় দুর্ঘটনা লেগেই থাকে। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কাঁকসার বিদবিহারের শিবপুর থেকে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের মাধাইপুর পর্যন্ত জরাজীর্ণ রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছে গ্রামোন্নয়ন দফতর। ১২ কিলোমিটার পিচ রাস্তা তৈরির জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ১৬ মে সেই কাজের সূচনা করেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য। রাস্তা নির্মাণের সামগ্রী ঢালা হয় রাস্তার পাশে। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও সেই রাস্তার কাজ আর শুরু হয়নি।
জরাজীর্ণ কাদাময় রাস্তার পাশে নির্মাণ সামগ্রী পড়ে থাকায় রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে গাড়ি চালক থেকে সাধারণ মানুষ, সবাইকে। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে বলেও অভিযোগ। ঠিকাদারকে নির্মাণ সামগ্রী রাস্তা থেকে সরানোর জন্য বলা হলেও কোনও গুরুত্ব দেয় না বলে অভিযোগ পঞ্চায়েত সদস্য সপন সূত্রধরের। স্থানীয় বাসিন্দা রাসমণি হেমব্রমের অভিযোগ, “আমাদের চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। ছোট ছোট ছেলেমেয়েদের এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয়। তারা পিছলে পড়ে যাচ্ছে। সন্ধ্যার পর আরও ভয়াবহ হয়ে যায়। এটাই আমাদের প্রধান রাস্তা। তাই বাধ্য হয়ে প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হয়। দ্রুত রাস্তার সংস্কার করা হোক।”
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
জেলা বিজেপির সহ-সভাপতি রমন শর্মা বলেন, “কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে আর সেই টাকা নয় ছয় করছে রাজ্যের প্রশাসন। জরাজীর্ণ রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও সেই রাস্তার কাজ শুরু হল না। সামগ্রী পড়ে আছে। দ্রুত রাস্তার কাজ শুরু না হলে আমরা আন্দোলনের পথে হাঁটবো।” যদিও রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “কোন দফতর রাস্তার কাজ করছে আমি খোঁজ নিয়ে দেখছি। কী কারণে রাস্তার কাজ শুরু হচ্ছে না, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেব।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

