তিন বছর ধরে জলের টাকা বকেয়া, আসানসোলের পিএইচই দফতরে বিক্ষোভ ঠিকাদারদের

দুর্গাপুর দর্পণ, আসানসোল: জল জীবন মিশনের টাকা দীর্ঘদিন ধরে বকেয়া। ২০২২ সালের লোকসভার উপনির্বাচন, ২০২৪ সালের লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, জল সরবরাহ করে টাকা মেলেনি। শহরে পানীয় জলের আকালের সময় প্রশাসনের অনুরোধে জল সরবরাহ করেও টাকা মেলেনি। বকেয়া আছে জল জীবন মিশনের টাকাও। সব মিলিয়ে চরম আর্থিক দুর্ভোগে রয়েছেন তাঁরা। এমন অভিযোগ তুলে মঙ্গলবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) আসানসোলে পিএইচই দফতরে বিক্ষোভ দেখান ঠিকাদারেরা। তাঁরা জানান, দিনের পর দিন বকেয়া না পেয়ে সংসার চালাতে হিমসিম খাচ্ছেন তাঁরা। তার উপর সামনেই পুজো। অবিলম্বে টাকা না মিটিয়ে দিলে তাঁরা চরম বিপাকে পড়ে যাবেন।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
