এএসপি-তে ফের আইএনটিটিইউসি নেতার বিরুদ্ধে বিতর্কিত পোস্টার

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্টে (এএসপি) কিছুদিন আগে আইএনটিটিইউসি নেতা তথা পুর নিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার পড়েছিল। বুধবার ফের তাঁর নামে পোস্টার পড়েছে এএসপিতে। সেই পোস্টারে দেখা যাচ্ছে দীপঙ্কর লাহা এবং নিয়োগ দুর্নীতিতে থানায় অভিযোগ দায়ের হওয়া আইএনটিটিইউসি নেতা মায়াবাজারের সমীর সিং একজনের হাতে গেট পাস তুলে দিচ্ছেন। পোস্টারে ছবির নীচে লেখা, ‘এএসপির গেট পাশ তুলে দেওয়া হচ্ছে বোল্ডার মাফিয়া দীপক চৌধুরীর হাতে।’
আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেদিন দুর্গাপুরে এসেছেন, সেদিনই এই পোস্টার পড়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “এএসপিতে পোস্টার পড়েছে বলে শুনেছি। আমার ধারণা, পোস্টারের ছবি হেল্পলাইনেও পৌঁছে যাবে। আমি এএসপি যাব। সেখানে পোস্টার দেখলে নিশ্চয়ই খোঁজখবর নেব। পাবলিক প্লেসে পোস্টার পড়েছে। নিশ্চয়ই তা পুলিশের তদন্তের আওতায় আসবে।” দীপঙ্কর লাহা বলেন, “আমি ওসব পোস্টার নিয়ে ভাবছি না। আগেও পড়েছিল। একই পোস্টার আবার পড়েছে। হয়তো ছয় মাস পরে আবার পড়বে। দল মনে করলে খতিয়ে দেখবে।”
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
বিজেপির দাবি, যতই পোস্টার পড়ুক, যতই হেল্পলাইনে অভিযোগ জমা পড়ুক, ব্যবস্থা নেওয়া হবে না। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “ওই যে সিং বাবু আছেন ছবিতে, তিনি একজন বোল্ডার মাফিয়া। তিনি কারখানায় লোক ঢোকান। তৃণমূল শ্রমিক সংগঠনের নতুন লোকদের খুশি করতে তার নামে এফআইআর দায়ের করা হয়েছিল। কয়েকদিন পেরিয়ে গিয়েছে। এখনও তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সবই লোক দেখানো। তৃণমূল মানেই চোর।”
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

