এসআইআর এর ফর্ম বিলি নিয়ে বিতর্ক দুর্গাপুরে, বিএলও-র সঙ্গে তৃণমূলের ওয়ার্ড সভাপতি
বুথে ফর্ম বিলিতে ‘পার্টি ইনভলভমেন্ট’?
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ভোটার তালিকা সংশোধনের প্রথম দিন মোটের উপর শান্তিপূর্ণভাবে কাটলেও পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ফুলঝোড় এলাকায় বিতর্ক দেখা দিল। এদিন ১০০ নম্বর বুথে ফর্ম বিলির সময় তৃণমূল নেতার উপস্থিতি নিয়ে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। ফুলঝোড়ের এই বুথে ভোটার সংখ্যা ৮৭৭। এদিন বিএলও রিঙ্কু পোদ্দার ৫ জন ভোটারের হাতে সংশোধনী ফর্ম দেন। তিনি জানান, ৬ নভেম্বর পূরণ করা ফর্ম সংগ্রহ করবেন। তাঁর সঙ্গে তৃণমূলের বিএলএ মানস বন্দ্যোপাধ্যায় ছিলেন।
বিতর্কের সূত্রপাত তৃণমূলের ২৫ নম্বর ওয়ার্ড সভাপতি বাপ্পা রায়কে ফর্ম বিলির সময় দেখা যাওয়াকে কেন্দ্র করে। বিজেপির বিএলএ মনসা রায় অভিযোগ করেন, তাঁকে না-জানিয়েই ফর্ম বিলি করা হয়েছে এবং বিএলও-কে বারবার ফোন করেও কোনও সদুত্তর পাননি তিনি। তাঁর অভিযোগ, “তৃণমূলের ওয়ার্ড সভাপতি বাড়ি বাড়ি ঘুরেছেন বিএলও-র সঙ্গে। এটা নিয়মবিরুদ্ধ।”
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
অভিযোগ উড়িয়ে রিঙ্কু পোদ্দার বলেন, “নিয়ম মেনে কাজ করেছি। একজন বিএলএই আমার সঙ্গে ছিলেন। রাজনৈতিক কর্মী কেউ ছিলেন কি না, জানা নেই। আমি তা অনুমোদনও করিনি।” বাপ্পা রায়ের দাবি, তিনি কেবল বাড়ির ঠিকানা চিহ্নিত করতে সাহায্য করেছেন। তাঁর কথায়, “আমাদের বিএলএ-র নিয়োগপত্র আমার কাছে এসেছিল। সেটি পৌঁছে দিতে গিয়েছিলাম। এছাড়া আর কোনও উদ্দেশ্য ছিল না।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


