দুর্গাপুরে রামনবমীর শোভাযাত্রা ঘিরে বিতর্ক, হুলস্থুল কান্ড

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে রামনবমীর শোভাযাত্রা ঘিরে বিতর্ক।রামনবমী মিছিলের সূচনায় লাঠি খেললেন বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। হাতে তরোয়াল তুলে নিলেন। রামনবমীর শোভাযাত্রায় ডিজে বন্ধ করে দেওয়া এবং শোভাযাত্রায় বাধা দেওয়ার অভিযোগও তুললেন পুলিশের বিরুদ্ধে। হাইকোর্টের নির্দেশ লঙ্ঘন করে অস্ত্র ধরেছেন বিজেপি বিধায়ক, কটাক্ষ করলেন মন্ত্রী প্রদীপ মজুমদার।
রবিবার রামনবমী উপলক্ষে সকাল থেকেই রাজ্য জুড়ে রামের পুজো এবং শোভাযাত্রা চলছে। দুর্গাপুরের কাদারোড সংলগ্ন এলাকায় রামনবমীর শোভাযাত্রা বের হয়। সেই শোভাযাত্রায় পা মেলান বিজেপি বিধায়ক। তিনি সেখান থেকে চলে যাওয়ার পরেই পুলিশের বিরুদ্ধে ডিজে আটকানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। তেমন ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রতিবাদে কিছুক্ষণ ১৯ নং জাতীয় সড়কের সার্ভিস রোড অবরোধ করা হয়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
রাজ্য সরকার এবং রাজ্য পুলিশকে আক্রমণ করে বিজেপি বিধায়ক বলেন, “বাংলায় অগ্নিগর্ভ পরিস্থিতি। অধর্মের তাণ্ডব রুখতে স্বয়ং দেবতারাও অস্ত্র তুলে নিয়েছিলেন। নিজেদের সুরক্ষার জন্য আমরা অস্ত্র তুলে নিয়েছি। আমাদের মিছিল আটকাচ্ছে পুলিশ। ডিজে বাজাতে দেওয়া হচ্ছে না। পুলিশের বাধা না মেনে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। তাই পুলিশও পিছু হঠেছে। দুর্গাপুরে ২৬ টি শোভাযাত্রা বেরোবে। সবগুলিতেই আমি অংশ নেব। সমস্ত হিন্দু জাতিকে রাস্তায় নামার বার্তা দেব।”
রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, ‘অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না এমন নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই নির্দেশ লঙ্ঘন করে অস্ত্র নিয়ে মিছিল করছে বিজেপি। এনারা নিজেরাই কোর্ট চালাচ্ছেন। আবার এনারাই বুক ফুলিয়ে বলছেন। কোথাও মিছিল আটকানো হয়নি। ডিজে বাজানো নিয়ে ধর্মীয় কোন ব্যাপার নেই। আদালতের নির্দেশ রয়েছে, নির্দিষ্ট ডেসিবেলের উপর বাজানো হলে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। ওরা শান্ত দুর্গাপুরকে অশান্ত করার চেষ্টা করছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
