দুর্গাপুর কার্নিভালে জয়া এহেসানকে ঘিরে বিতর্ক! ‘গো ব্যাক’ স্লোগান বিজেপির

জয়া এহেসানকে ঘিরে তপ্ত দুর্গাপুর!
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর কার্নিভাল ২০২৫ ঘিরে একদিকে উচ্ছ্বাস, অন্যদিকে চরম বিতর্ক! শনিবার বিকালে দুর্গাপুরের কার্নিভালের মঞ্চে উপস্থিত জনপ্রিয় অভিনেত্রী জয়া এহেসান। তাঁর উপস্থিতিতে উচ্ছ্বসিত হাজারো দর্শক। মঞ্চে এডিডিএ চেয়ারম্যান কবি দত্তর সঙ্গে গাইলেন ডুয়েট গান। একে একে উদ্যোক্তারা শোভাযাত্রা সহকারে প্রতিমা নিয়ে হাজির হচ্ছেন দুর্গাপুর মহিলা কলেজের সামনে গড়ে তোলা মঞ্চের সামনে। চারপাশে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ।
কিন্তু সেই উৎসবের আবহেই তৈরি হয় অন্য রকম চিত্র। মঞ্চের বাইরে শহরের অন্যত্র উত্তেজনা তুঙ্গে ওঠে। দুর্গাপুরের মহকুমাশাসকের দফতরের সামনে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপির একাংশ কর্মী। তাঁদের অভিযোগ, “একজন বিতর্কিত বাংলাদেশি অভিনেত্রীকে আমন্ত্রণ জানিয়ে প্রশাসন ইচ্ছে করেই দুর্গাপুরে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে।” বিক্ষোভের নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। হাতে প্ল্যাকার্ড, তাতে স্পষ্ট লেখা — ‘বাংলাদেশী অভিনেত্রী জয়া আহসান গো ব্যাক’!
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “একজন বিধর্মী, বিতর্কিত বাংলাদেশী অভিনেত্রীকে এনে প্রশাসন শান্ত দুর্গাপুরকে অশান্ত করার চেষ্টা করছে। হিন্দুদের উপর লাগাতার আক্রমণ করছে জেহাদিরা। মন্দির, দেবদেবীর মূর্তি ভাঙা হচ্ছে। সেই জেহাদিদের অভিনেত্রীকে এনে এই শহরে সাংস্কৃতিক আসর বসানো হচ্ছে! আমরা জয়া আহসানের পাশপোর্ট ও ভিসা বাতিলের দাবি জানাচ্ছি।” অন্যদিকে, সাধারণ দর্শকদের একাংশের মতে, সংস্কৃতি ও রাজনীতিকে মিশিয়ে ফেলা ঠিক নয়। একজন শিল্পী হিসেবে জয়া এহেসানের উপস্থিতি দুর্গাপুরের মতো শিল্পনগরীর গর্ব। তবে রাজনৈতিক বিতর্কের জেরে দুর্গাপুরের উৎসবের আবহ কিছুটা হলেও ম্লান হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “দুর্গাপুরের মতো শহরে জয়া আহসানের মতো একজন শিল্পীর আগমন সাংস্কৃতিক বিনিময়ের প্রতীক। বিজেপি এটা নিয়ে রাজনীতি করে রাজ্যের সংস্কৃতি নষ্ট করছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )
