ডিএসপি কো-অপারেটিভ নির্বাচনের মনোনয়ন ঘিরে ধুন্ধুমার

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর ইস্পাত কারখানা এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড। কংগ্রেস শ্রমিক সংগঠন INTUC ও তৃণমূল শ্রমিক ইউনিয়ন কর্মীদের মধ্যে বচসা। দুই পক্ষ রাস্তায় বসে তুমুল বিক্ষোভ দেখায়। কংগ্রেস শ্রমিক সংগঠনের কর্মীদের হটাতে গেলে তৃণমূল কর্মীদের বাধা দেয় পুলিশ। শুরু হয় পুলিশের সাথে ধস্তাধস্তি।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
কংগ্রেস শ্রমিক সংগঠন অনুমোদিত দুর্গাপুর ইস্পাত কারখানা এমপ্লয়িস ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রজত দীক্ষিতের অভিযোগ, “তৃণমূল আশ্রিত বহিরাগতরা মনোনয়ন পত্র জমা দিতে বাঁধা দিচ্ছে। আমরা মনোনয়নপত্র দাখিল করব সেই জন্য পুলিশের কাছেও দাবি করেছিলাম। কিন্তু পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা। আমরা তাই রাস্তায় বসে প্রতিবাদে নেমেছি।” তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সভাপতি পূর্ণনন্দা চট্টোপাধ্যায় বলেন, “ওরা নাটক করছে। আমরা কাউকে বাধা দিইনি। শান্তিপূর্ণভাবেই মনোনয়নপত্র দাখিল পর্ব চলছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
