৪০ তম বিবাহ বার্ষিকীতে নজির গড়লেন প্রবীণ দম্পতি

৪০ তম বিবাহ বার্ষিকীতে নজির গড়লেন প্রবীণ দম্পতি
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের তপaবন সিটির এক প্রবীণ দম্পতি তাঁদের ৪০ তম বিবাহ বার্ষিকীতে নজির গড়লেন। শঙ্খ ধ্বনিতে মুখরিত হল এলাকা। হল মালা বদল। তার সঙ্গেই তপোবন সিটির অনুপ মিত্র ও তাঁর স্ত্রী কল্পনা মিত্র ৪০ তম বিবাহ বার্ষিকী উপলক্ষে ৪০ জন রক্তদাতাকে নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করলেন।

আবাসনে বিয়ে বাড়ির মতো করে হল রক্তদান শিবির। প্রত্যেক বছরই ওই দম্পতি বিবাহবার্ষিকীতে নানা সামাজিক অনুষ্ঠানের আয়োজন করেন। এবার একটু অন্যভাবে পালন করতে চেয়েছিলেন দিনটা। তাই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রেরণা ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরাম এবং দুর্গাপুর মহকুমা ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামের স্বেচ্ছাসেবীরা শিবির পরিচালনায় সাহায্য করেন।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করে। উৎসাহ উদ্দীপনার সাথে অনুষ্ঠিত হয় রক্তদান শিবিরটি। অনুপ মিত্র বলেন, “৪০ বছরের বিবাহ বার্ষিকী আমরা ৪০ জন রক্তদানের মাধ্যমে পালন করলাম। পরবর্তী বছরগুলিতে মরণোত্তর দেহ দান, চক্ষুদানের মাধ্যমে বিবাহ বার্ষিকী পালন করব।” মহকুমা ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামের পক্ষে কবি ঘোষ বলেন, “সামাজিক অনুষ্ঠানেও রক্তদান শিবির হচ্ছে। বিয়ে বাড়িতে, বিবাহ বার্ষিকীতে, অন্নপ্রাশনে এই মহৎ উদ্যোগ নেওয়া হচ্ছে। গ্রীষ্মকালীন পরিস্থিতিতে এই রক্তদান শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
৪০ তম বিবাহ বার্ষিকীতে নজির গড়লেন প্রবীণ দম্পতি
News
৪০ তম বিবাহ বার্ষিকীতে নজির গড়লেন প্রবীণ দম্পতি
:
প্রত্যেক বছরই ওই দম্পতি বিবাহবার্ষিকীতে নানা সামাজিক অনুষ্ঠানের আয়োজন করেন। এবার একটু অন্যভাবে পালন করতে চেয়েছিলেন দিনটা। তাই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। 
Published By
Durgapur Darpan
error: Content is protected !!