দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বুধবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে ডিওয়াইএফআইয়ের মিছিলে এবং সিপিএমের পার্টি অফিসে তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ ওঠে। প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে সিটি সেন্টারে প্রতিবাদ মিছিল বের করে সিপিএম। পুলিশ বাধা দিতে গেলে শুরু হয় ধস্তাধস্তি।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে অশালীন মন্তব্য করে বিতর্কের মুখে পড়েন সিপিএমের জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ফোঁস করার কথা বলছেন। ফোঁস করলে ডান্ডা দিয়ে মাথা ভেঙে দেব। তারপরেই অশালীন মন্তব্য করে বলেন, শুয়োরের বাচ্চাদের বিরুদ্ধে সব জায়গায় টেটা তৈরি করে রাখুন। দেখেছেন তো শুয়োর কী ভাবে মারে। হয় শুয়োর মারুন না হলে নিজে মরুন। মিছিলে আসার সময় মোটা মোটা ডান্ডা নিয়ে আসার নিদানও দেন তিনি। এ বিষয়ে রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন,”ওরা রুচিহীন দল। সেজন্যই এই ধরনের মন্তব্য করছে। ওরা ডান্ডা মারতে এলে আমরাও দেখব।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।