গরু কান্ড নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন সিপিএমের জেলা সম্পাদক

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে সম্প্রতি গরু বোঝাই গাড়ি আটকে কয়েকজনকে মারধর, কান ধরে উঠবস করানোর ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করেছে। তবে মূল অভিযুক্ত বিজেপির যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়কে পুলিশ গ্রেফতার করতে পারেনি। সোমবার সিপিএমের জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিংয়ের জন্যই মূল কান্ডারীকে পুলিশ গ্রেফতার করছে না।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
সেদিনের ঘটনার প্রতিবাদে সোমবার বিকালে সিটি সেন্টার বাসস্ট্যান্ডে সভা করে সিপিএম। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী সহ অন্যরা। গৌরাঙ্গ চট্টোপাধ্যায় বলেন, “সেদিনের ঘটনার মূল কান্ডারী ও তাঁর দলের সঙ্গে তৃণমূলের সেটিং আছে। বিজেপি ও তৃণমূল, একে অপরকে সাপোর্ট করে চলে। তাই পুলিশও কিছু করতে পারছে না। তাদেরও সেটিং করে চলতে হচ্ছে। তাই মূল অভিযুক্ত গ্রেফতার হচ্ছে না।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

