ডিভিসি নয়, রাজ্য সরকারের অপদার্থতার জন্যই বন্যা হচ্ছে, দুর্গাপুরে দাবি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রাজ্য সরকারের অপদার্থতার জন্যই বন্যা হচ্ছে। শুক্রবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে এমন দাবি করেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। সিটি সেন্টারে দলীয় বৈঠকে এসেছিলেন তিনি। বন্যার জন্য ডিভিসিকে রাজ্য সরকারের দোষারোপ প্রসঙ্গে তিনি বলেন, “কলকাতার রাস্তায় কোথাও এক ফুট, কোথাও দুই ফুট করে জল। কলকাতার মানুষ ভেলা চালিয়ে প্রতিবাদ করছে। নিকাশি নালা ভেঙ্গে গিয়েছে। ডিভিসি কোথায় সেখানে? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে নিকাশি ব্যবস্থা উন্নয়নের জন্য যে টাকা এসেছিল সেই টাকা পুরসভা এবং সরকার ধ্বংস করেছে। কলকাতার রাস্তায় গিয়ে যদি কেউ বলেন, রাস্তায় জল যাচ্ছে কেন ডিভিসির কাছে জানতে চাইছি, লোকে হাসবে।”
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

