রাস্তা তো নয়, যেন মরণফাঁদ! স্থানীয়দের নিয়ে বিক্ষোভে সিপিএম

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ৪৩ নম্বর ওয়ার্ডের শ্যামপুর-নডিহা রোড কার্যত মরণ ফাঁদ। খানা-খন্দে ভরা এই রাস্তায় প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে হাজার হাজার মানুষকে। তাঁদের অভিযোগ, পুর নিগমে বার বার সমস্যার কথা জানানো হলেও ফল হয়নি। বহুদিন আগে রাস্তা সম্প্রসারণ ও দু’ধারে নিকাশী নালা তৈরির প্রতিশ্রুতি মিলেছিল। কিন্তু তা আর বাস্তবায়নের কোনও উদ্যোগ দেখা যায়নি।
বাসিন্দারা জানিয়েছেন, যত দিন যাচ্ছে রাস্তা আরও বেহাল হচ্ছে। বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। রবিবার এলাকার সাধারণ মানুষকে পাশে নিয়ে বিক্ষোভ দেখায় সিপিএম। হাতে প্ল্যাকার্ড নিয়ে শুরু হয় স্লোগান। অবিলম্বে দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার দাবি জানান ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। বাঁকুড়ার মানা-ছোটমানা-সহ একাধিক গ্রাম ও শহরের শর্ট রুট হিসাবেও রাস্তাটি ব্যবহৃত হয়। অথচ সেই সড়কের এমন ভয়াবহ অবস্থা। এদিন গণসাক্ষর অভিযান করা হয়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
সিপিএম জেলা নেতৃত্বের হুঁশিয়ারি, “শুধু গণসাক্ষর অভিযান নয়, ২ সেপ্টেম্বরের মধ্যে কাজ না হলে রাস্তা অবরোধ হবে। নগর নিগম ও আসানসোল- দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ঘেরাও করা হবে।” যদিও সিপিএমের এই কর্মসূচীকে কটাক্ষ করেতে ছাড়ছেন না তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, “সিপিএমের নাটক মানুষ আর দেখবে না। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হচ্ছে পাড়ায় পাড়ায়। সেখানে গিয়ে সমস্যার কথা জানান। সাত দিনের মধ্যে সমস্যা সমাধান হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
