প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে এ কী বললেন সিপিএমের জেলা সম্পাদক?

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: যাদবপুর কান্ডের রেশ ধরে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে তাদের দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ সিপিএমের। শনিবার রাতে ডিএসপি টাউনশিপের হর্ষবর্ধনের সেক্টর অফিসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করেন সিপিএম নেতা সিদ্ধার্থ বসু। প্রতিবাদে রবিবার সেক্টর অফিস থেকে মিছিল বের করে সিপিএম।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
অভিযোগ, প্রবীণ সিপিএম কর্মীদের গায়েও হাত দেওয়া হয়েছে। এরপর অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এলাকার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পল্লব রঞ্জন নাগের নেতৃত্বে এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন সিপিএম নেতারা। যদিও প্রাক্তন কাউন্সিলর ভাঙচুর করার অভিযোগ মেনে নিলেও দাবি করেন, সিপিএমের অফিসে জুয়া খেলা চলছিল। তাই প্রতিবাদ করা হয়।
রবিবার মিছিল শেষে সিপিএমের জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় বলেন, “তৃণমূলের একদল পেঁচো মাতাল যারা যাদবপুরের ঘটনাকে কেন্দ্র করে দলের মধ্যে কল্কে পেতে চাইছে তারাই আমাদের সেক্টর অফিস ভেঙেছে। আমাদের প্রবীণ কর্মীদের মারধর করেছে। তার বিরুদ্ধে আমাদের আজকের প্রতিবাদ মিছিল।” পাল্টা তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর পল্লব বলেন, “সিপিএমের দলে লোক নেই। গণতান্ত্রিক পথে শান্ত হয়ে থাকুক। কিন্তু তা না করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমরা চ্যালেঞ্জ করছি, গোটা টাউনশিপ জুড়ে আর সিপিএম থাকবে না।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
