নিবেদিতা প্লেস উন্নয়ন সমিতির উদ্যোগে রবীন্দ্র-নজরুল সন্ধ্যা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: গত ১৬ আগস্ট পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের বেনাচিতিতে নিবেদিতা প্লেস উন্নয়ন সমিতির উদ্যোগে ‘রবীন্দ্র নজরুল সন্ধ্যা’র আয়োজন করা হয়। নিজস্ব মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন খান্দরা মহাবিদ্যালয়ের অধ্যাপক ড: সন্তোষ বিশ্বাস। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, নৃত্য, গীতি আলেখ্য ইত্যাদি পরিবেশন করেন।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
আমন্ত্রিত বিশিষ্ট সঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত এবং ঋতুকণা ভৌমিকের পরিবেশন শ্রোতাদের কাছে উপভোগ্য হয়। এছাড়া, সঞ্চিতা ঘোষ, চন্দনা চক্রবর্তী, সিঞ্চিতা ঘোষ, দীপা মুখোপাধ্যায় ও সুস্মিতা ভান্ডারীর সম্মিলিত প্রয়াসে গীতি আলেখ্য পরিবেশিত হয়। অনুষ্ঠানে ড: সন্তোষ বিশ্বাস, বুদ্ধদেব সেনগুপ্ত, ঋতুকণা ভৌমিক প্রমুখ বিশিষ্টজন ও শিল্পীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশ্বনাথ চক্রবর্তী। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
