
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বেপরোয়া টোটোর ধাক্কায় নর্দমায় পড়ে মৃত্যু সাইকেল আরোহীর। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের বেনাচিতির ধুনরা প্লট এলাকার ঘটনা। মৃত সাইকেল আরোহীর নাম তরুণ অধিকারী (৩৮)। স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার সাইকেল নিয়ে দুধ বিক্রি করতে আসছিল তরুণ। দ্রুত গতিতে এসে টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে।
সাইকেল নিয়ে নিকাশি নলার ভিতর পড়ে যায় তরুণ। টোটো চালককে প্রথমে স্থানীয়রা ধরে ফেলে। তবে তার মাঝেই সুযোগ বুঝে পালায় সে। তরুণকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
স্থানীয় বাসিন্দা মিঠুন গরাইয়ের অভিযোগ, “মদ খেয়ে টোটো চালাচ্ছিল চালক। তরুণ সাইকেল নিয়ে দুধ দিতে এসেছিল। টোটো চালক বেপরোয়া গতিতে তাকে ধাক্কা মারে। তারপরেই ড্রেনে পড়ে যায় তরুণ। আমরা তুলে হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি। এই টোটোর মালিক একজন মহিলা। তিনি যাকে তাকে টোটো চালাতে দেন। আমরা টোটো চালক ও টোটোর মালিকের শাস্তি এবং ক্ষতিপূরণ দাবি করছি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
