নেপালি পাড়া হিন্দি হাইস্কুল পরিদর্শনে এল মালয়েশিয়া, নেপাল, ভুটান ও বাংলাদেশের শিক্ষক প্রতিনিধি দল

নেপালি পাড়া হিন্দি হাইস্কুল পরিদর্শনে এল মালয়েশিয়া, নেপাল, ভুটান ও বাংলাদেশের শিক্ষক প্রতিনিধি দল
WhatsApp Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাইস্কুল পরিদর্শনে এল মালয়েশিয়া, নেপাল, ভুটান ও বাংলাদেশের শিক্ষক প্রতিনিধি দল। পড়াশোনার মান উন্নয়ন নিয়ে হল আলোচনা। নেপালি পাড়া হিন্দি হাইস্কুলের প্রধান শিক্ষক ড. কলিমুল হক বলেন, “রাজ্যের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ‘ইউরেশিয়া এডুকেশন রিসার্চ কাউন্সিলে’র তত্ত্বাবধানে বুধবার এই সব দেশের শিক্ষক শিক্ষিকারা বর্ধমানের একটি স্কুলের অনুষ্ঠানে যোগ দেন। বৃহস্পতিবার তাঁরা আমাদের স্কুলে এসেছিলেন। আমাদের সাথে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন নিয়ে বৈঠক করেন।”

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

ইউরেশিয়া এডুকেশন রিসার্চ কাউন্সিলের সম্পাদক ড. তরুণ পাল বলেন, “আমরা যখন বিভিন্ন দেশে যাই তখন নানান বিষয় জানতে পারি। সেইসব বিষয়গুলি তুলে ধরার জন্য রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যাই। ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের সাথে ভাবের আদান-প্রদান ঘটাই। সকলেই নতুন কিছু জানতে পারে। মালয়েশিয়া, নেপাল, ভুটান ও বাংলাদেশ থেকে আসা শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকেও নেপালি পাড়া হিন্দি হাই স্কুলের পড়ুয়ারা, শিক্ষক শিক্ষিকারা নতুন কিছু শিখলেন।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

error: Content is protected !!