
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের বিধাননগরে দিল্লি পাবলিক স্কুলে মঙ্গলবার বার্ষিক বসন্ত উৎসব উদযাপন করা হয়। স্কুলের পড়ুয়ারা বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। ফ্যাশন শো আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অধ্যক্ষ উমেশ চন্দ জয়সওয়াল, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকেরা। রবীন্দ্র সঙ্গীত ও বন্দিশের যুগলবন্দী মুগ্ধ করে দেয় উপস্থিত সবাইকে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
এদিন বিভিন্ন বিভাগে আন্তঃস্কুল সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুর্গাপুর ও কলকাতার বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা প্রতিযোগিতায় যোগ দেয়। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া বার্ষিক শিল্প প্রদর্শনী ‘স্পেকট্রাম ২০২৫’-এ কেকের উপর আইসিং প্রদর্শন করা হয়। এছাড়া, শিল্প ও কারুশিল্প কক্ষে সমস্ত শ্রেণির শিক্ষার্থীদের সৃজনশীল সৃষ্টি নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
