দিল্লি পাবলিক স্কুলের বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠান সৃজনীতে

দিল্লি পাবলিক স্কুলের বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠান সৃজনীতে
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের বিধাননগরের দিল্লি পাবলিক স্কুলের ১০ম বার্ষিক পুরস্কার প্রদান দিবস ‘Reverence 2025’ উদ্‌যাপন করা হয় বৃহস্পতিবার। সিটি সেন্টারের সৃজনী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বেশ কিছু চিত্তাকর্ষক সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে প্রায় ৮০০ জন ছাত্র-ছাত্রী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সিইও অদিতি চৌধুরী, ওম দয়াল এডুকেশনাল অ্যান্ড রিসার্চ সোসাইটির সহ-সভাপতি সঞ্জীব আগরওয়াল।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। এর পর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন স্কুলের ছাত্র ছাত্রীরা। পরিবেশিত হয় নৃত্যনাট্য ‘The Jungle Book – A Story in Shades and Shadows’। স্যার রুডইয়ার্ড কিপলিং-এর বিখ্যাত রচনার উপর ভিত্তি করে এই পরিবেশনা অডিটোরিয়ামের দর্শকদের মুগ্ধ করে তোলে। ব্যক্তিগত এবং দলগত—উভয় ক্ষেত্রের কৃতীদের সম্মানিত করা হয়। প্রায় ৫৬৩ জন ছাত্রছাত্রীকে শিক্ষাক্ষেত্র, ক্রীড়া, সংস্কৃতি ও সহ-পাঠ্যক্রমিক নানা বিষয়ে সাফল্যের জন্য পুরস্কার প্রদান করা হয়। অধ্যক্ষ উমেশ চন্দ জয়সওয়াল বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। অনুষ্ঠান শেষ হয় স্কুলের হেড গার্ল সোহনা রায় বর্মনের ধন্যবাদজ্ঞাপক বক্তব্যের মাধ্যমে। সবশেষে পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
দিল্লি পাবলিক স্কুলের বার্ষিক পুরস্কার প্রদান দিবস সৃজনীতে
News
দিল্লি পাবলিক স্কুলের বার্ষিক পুরস্কার প্রদান দিবস সৃজনীতে
:
সিটি সেন্টারের সৃজনী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বেশ কিছু চিত্তাকর্ষক সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে প্রায় ৮০০ জন ছাত্র-ছাত্রী।
Published By
error: Content is protected !!