দুর্গাপুর–হাওড়া এসি লোকাল ট্রেন চালুর সম্ভাবনায় উচ্ছ্বসিত যাত্রীরা!
 
						দুর্গাপুর থেকে হাওড়া, এসি লোকাল চালুর চিন্তাভাবনা শুরু!
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর থেকে হাওড়া পর্যন্ত সরাসরি এসি লোকাল (Howrah Durgapur AC Local) ট্রেন চালুর সম্ভাবনা উসকে দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা রেলমন্ত্রীকে চিঠি দিয়ে দুর্গাপুর থেকে হাওড়া পর্যন্ত এসি লোকাল চালুর আর্জি জানিয়েছিলেন। বিধায়কের চিঠির জবাবে রেলমন্ত্রী জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিভাগকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। দুর্গাপুর থেকে সরাসরি হাওড়াগামী লোকাল চালুর দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে চলেছেন নিত্যযাত্রীরা। রেলমন্ত্রীর এই নির্দেশের পরে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
বর্তমানে দুর্গাপুর থেকে সরাসরি হাওড়াগামী (Durgapur Howrah Local Train) কোনও লোকাল নেই। যাত্রীদের মেল বা এক্সপ্রেস ট্রেনের উপর ভরসা করতে হয়। অথবা বর্ধমান হয়ে ঘুরপথে যেতে হয়। এতে সময় যেমন বেশি লাগে, তেমনি যাত্রীদের ভোগান্তিও বাড়ে। একদিকে এক্সপ্রেসে বেশি ভাড়া গুনতে হয়, অন্যদিকে লোকালে জায়গা পাওয়া দুষ্কর। নিত্যযাত্রীরা বহুবার এই বিষয়ে রেলমন্ত্রককে দাবি জানিয়েছেন। কিন্তু ফল কিছু হয়নি।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
মাসে গড়ে ৪ লক্ষের বেশি যাত্রী দুর্গাপুর স্টেশন হয়ে যাতায়াত করেন। দুর্গাপুর থেকে কলকাতা, ভোর থেকে রাত পর্যন্ত পর পর বাস চলে। ২০০৭ সালে তৎকালীন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব দুর্গাপুর সফরে এলে তাঁদের সঙ্গে সরাসরি দেখা করে নিত্যযাত্রীরা দুর্গাপুর থেকে হাওড়া সরাসরি লোকাল চালানোর দাবি জানান। রেলমন্ত্রী আশ্বাসও দেন। কিন্তু তা আর বাস্তবায়িত হয়নি।
সম্প্রতি ফের এই দাবিকে সামনে এনে দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা রেলমন্ত্রীর কাছে দুর্গাপুর থেকে এসি লোকাল চালুর আর্জি জানান। নিত্যযাত্রীরা জানিয়েছেন, এসি লোকাল চালু হলে নিত্যযাত্রী, ছাত্রছাত্রী, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ যাত্রী, সবাই আরামে কলকাতা যাতায়াত করতে পারবেন। সকাল ৭টা থেকে ৭টা ৩০-এর মধ্যে দুর্গাপুর থেকে, আর সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৩০-এর মধ্যে হাওড়া থেকে ট্রেন ছাড়লে নিত্যযাত্রীদের সবচেয়ে সুবিধা হবে। স্বভাবতই রেলমন্ত্রী এসি লোকাল চালুর সম্ভাবনা খতিয়ে দেখার নির্দেশ দেওয়ায় উচ্ছ্বসিত তাঁরা! (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)




 
			 
			 
			 
			 
			