অভিনব উপায়ে ডেঙ্গু সচেতনতার বার্তা আসানসোলে

ডেঙ্গু মুক্ত আসানসোলের ডাক
দুর্গাপুর দর্পণ, আসানসোল: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) আসানসোলের বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় বৃহস্পতিবার আসানসোল পুরনিগম চত্বরে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়। পুরনিগমের পক্ষ থেকে ছৌ নৃত্যের মাধ্যমে ডেঙ্গু সচেতনতার অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ সদস্য মানস দাস, গুরুদাস চ্যাটার্জী, দিব্যেন্দু ভগত, সুব্রত অধিকারী, বরো চেয়ারম্যান উৎপল সিনহা সহ পুরনিগমের আধিকারিকেরা।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক জানান, এ বছর এক টানা বৃষ্টি হচ্ছে। আসানসোল এলাকাতে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বহু জায়গায় জল জমছে। সেখান থেকে ডেঙ্গুর মশা জন্ম নিচ্ছে। তিনি বাসিন্দাদের উদ্দেশে নিজেদের বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহবান জানান, যাতে ডেঙ্গুর মশার প্রজনন বন্ধ হয়। এভাবেই এদিন আসানসোল পুরনিগমের এই উদ্যোগে ছৌ নাচের মতো লোকনৃত্য ব্যবহার করে এক নতুন উপায়ে সাধারণ মানুষের কাছে ডেঙ্গু প্রতিরোধের বার্তা পৌঁছে দেওয়া হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
