শ্রাবণের তৃতীয় সোমবারে ভক্তদের ঢল সেকেন্ডারি শিব মন্দিরে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। এই দিনটি যেমন বাঙালিদের কাছে ‘সোমব্রত’ হিসেবে পরিচিত, তেমনই অবাঙালিদের কাছেও পবিত্র দিন। এই পুণ্য তিথিতে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের এ-জোন সেকেন্ডারি এলাকার শিবমন্দির চত্বরে আয়োজন করা হয়েছিল বিশেষ পুজোপাঠ ও ধর্মীয় অনুষ্ঠান। সকালে সূর্য ওঠার আগেই শুরু হয় ‘কলস যাত্রা’। শঙ্খ ধ্বনি, ঢাকের বাদ্য ও জয় শিব শঙ্কর ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। নারী-পুরুষ নির্বিশেষে কলসে গঙ্গাজল ভরে পদযাত্রায় অংশ নেন।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
কলস যাত্রা শেষে শিবমন্দিরে শুরু হয় পুজোপাঠ ও রুদ্রাভিষেক। পুরোহিতদের মন্ত্রোচ্চারণ ধ্বনিত হতে থাকে মন্দির চত্বরে। ‘ওম নমঃ শিবায়’ ধ্বনিতে আকাশ-বাতাস ভরে ওঠে। অনেকে উপবাস রেখে পুজোয় অংশ নেন। উদ্যোক্তারা বলেন, “আমরা প্রতি বছর শ্রাবণের শেষ সোমবার এই পুজোর আয়োজন করি। কলস যাত্রা ও রুদ্রাভিষেক আমাদের বহুদিনের ঐতিহ্য। এদিন ভোলেনাথকে সন্তুষ্ট করলে জীবনে কল্যাণ ও শান্তি নেমে আসে—এই আমাদের বিশ্বাস।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

