হুল দিবসে আদিবাসীদের ধামসা, মাদল দেওয়া হল দুর্গাপুরে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সোমবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের স্টেশন সংলগ্ন এলাকায় জেলা পরিষদের উদ্যোগে হুল দিবস উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, জেলা পরিষদদের কর্মাধ্যক্ষ (শিক্ষা) বৈশাখী বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সকাল থেকেই নানা অনুষ্ঠান চলে। সিধু, কানহুকে শ্রদ্ধা জানানো হয়। উদ্যোক্তা কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় বলেন, “এই অনুষ্ঠান ঘিরে আদিবাসী সম্প্রদায়ের মানুষের পাশাপাশি স্থানীয়দেরও উৎসাহ থাকে। ধামসা, মাদল বিতরণ করা হয়।” এদিন কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের কাঠালডাঙ্গা এলাকায় হুল দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধর। এলাকার আদিবাসী সম্প্রদায়ের বহু মানুষ অনুষ্ঠানে যোগ দেন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

