কিংবদন্তী সঙ্গীত স্রষ্টাদের শতবর্ষ উদযাপন করল দুর্গাপুরের ধ্রুবতারা মিউজিক একাডেমি

কিংবদন্তী সঙ্গীত স্রষ্টাদের শতবর্ষ উদযাপন করল দুর্গাপুরের ধ্রুবতারা মিউজিক একাডেমি
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের সাংস্কৃতিক সংস্থা ধ্রুবতারা মিউজিক একাডেমি অমর গীতিকার ও সুর স্রষ্টা সলিল চৌধুরী এবং নচিকেতা ঘোষের জন্ম শতবর্ষ উদযাপন করল ৬ এপ্রিল সন্ধ্যায়। সিটি সেন্টারের সেইল সমবায় আবাসন সংলগ্ন উদ্যানের মুক্তমঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, সদ্য প্রয়াত স্থানীয় সঙ্গীতশিল্পী তপন দে-র স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

এরপর ধ্রুবতারার শিল্পীরা সম্মেলক কণ্ঠে সলিল চৌধুরীর জনপ্রিয় একটি গান অধ্যক্ষ প্রণবকুমার মুখোপাধ্যায়ের পরিচালনায় পরিবেশন করেন। সম্মেলক সঙ্গীতে অংশগ্রহণকারী শিল্পীদের হাতে স্মারক তুলে দেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি সঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত। একক ও সম্মেলক সঙ্গীত, নৃত্য, কবিতা, শ্রুতিনাটক ইত্যাদি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন- স্বর ও সরগম, ক্যামেলিয়া, কথা ও কাহিনী ইত্যাদি সংস্থার শিল্পীরা এবং মধুমিতা মিত্র, প্রণব মুখোপাধ্যায়, সজল ও মলি দাশগুপ্ত, বিশ্বায়ন রায়, দেবদাস ও কাকলি সেন, হৃদয় ও জয়িতা সাঁই প্রমুখ শিল্পীবৃন্দ।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

অনুষ্ঠানে কাকলি রায়, অনুষ্ঠান সঞ্চালক প্রসূন চট্টোপাধ্যায়, মধুমিতা মিত্র, দেবদাস ও কাকলি সেন সহ অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পীদের সংবর্ধনা প্রদান করা হয়। বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী বিমল মিত্র, বুদ্ধদেব সেনগুপ্ত, দুর্গাপুর পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় প্রমুখ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Highlight
কিংবদন্তী সঙ্গীত স্রষ্টাদের শতবর্ষ উদযাপন করল দুর্গাপুরের ধ্রুবতারা মিউজিক একাডেমি
News
কিংবদন্তী সঙ্গীত স্রষ্টাদের শতবর্ষ উদযাপন করল দুর্গাপুরের ধ্রুবতারা মিউজিক একাডেমি
:
সিটি সেন্টারের সেইল সমবায় আবাসন সংলগ্ন উদ্যানের মুক্তমঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, সদ্য প্রয়াত স্থানীয় সঙ্গীতশিল্পী তপন দে-র স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
Published By
Durgapur Darpan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!