Breaking News. তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত দুর্গাপুরের ধুনরা প্লট

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বচসা, হাতাহাতি, উত্তেজনা। ব্যানার লাগানোকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের ১৫ নম্বর ওয়ার্ডের ধুনরা প্লটে। ওয়ার্ডের যুগ্ম আহ্বায়কের গোষ্ঠীর সাথে ওয়ার্ড তৃণমূলের যুব সহ সভাপতির গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশের বড় বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
ধুনরা প্লটে রয়েছে ১৫নং ওয়ার্ড তৃণমূলের দলীয় কার্যালয়। ওয়ার্ডের যুগ্ম আহ্বায়কের গোষ্ঠীর লোকজন দলীয় কার্যালয়ে একটি ব্যানার লাগায়। সেই ব্যানারকে ঘিরেই গন্ডগোলের সূত্রপাত। ওয়ার্ডের যুব সহ সভাপতি লাল্টু ধীবরের অভিযোগ, “কার্যালয়ে প্রথম থেকেই ১৫ নম্বর ওয়ার্ড লেখা থাকত। সেই জায়গায় ব্লকের নাম উল্লেখ করা হয়েছে। কোন ওয়ার্ডেই ব্লকের নাম উল্লেখ করা হয় না। আমরা তার প্রতিবাদ করায় হামলা চালায় গৌরাঙ্গ বাগদি, বিট্টু সান্যাল সহ বহিরাগতরা।”
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
পাল্টা ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক গৌরাঙ্গ বাগদির দাবি, “আমরা একটি ব্যানার লাগিয়েছিলাম। ২ নম্বর ব্লক ১৫ নম্বর ওয়ার্ড লেখা ছিল। কিন্তু মুখোশধারী তৃণমূল নেতারা বলেছিল, ২ নম্বর ব্লক লেখা যাবে না। মুখোশধারী তৃণমূল নেতারা পাশের একটি কার্যালয় বিক্রি করে দিয়েছে। হঠাৎ দেখছি আমাদের দেওয়া সেই ব্যানারের ওপর মুখোশধারীরা আরও একটি ব্যানার লাগিয়ে দিয়েছে। আমরা তার প্রতিবাদ করায় আমাদের উপর চড়াও হয়।” বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন, “এটাই তৃণমূলের সংস্কৃতি। নিজেদের মধ্যে মারামারি করছে আর সাধারণ মানুষকে সমস্যায় ফেলছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
