দুটি ক্লাসরুমের একটি যে কোনও সময় ভেঙে পড়ার অপেক্ষায়, এভাবেই চলছে স্কুল!

দুর্গাপুর দর্পণ, কাঁকসা: দুটি ক্লাসরুমের মধ্যে একটি যে কোনও সময় ভেঙে পড়ার অপেক্ষায়। এভাবেই চলছে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কাঁকসা ব্লকের রাজবাঁধ নিম্ন বুনিয়াদি বিদ্যালয়। উপায় না থাকায় বিপজ্জনক অবস্থায় চলছে পঠনপাঠন। প্রাক প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় ৪৩ জন পড়ুয়া রয়েছে। শিক্ষক তিনজন। বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দুটি। তার মধ্যে একটির দেওয়ালে বড় বড় ফাটল। বৃষ্টির জল ভিতরে ঢুকে পড়ে। বিষধর সাপও ঢুকে পড়ে বলে অভিযোগ।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই শিক্ষক-শিক্ষিকাদের ক্লাস নিতে হয় ভাঙা ঘরে। পড়ুয়ারাও সব সময় আতঙ্কে থাকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণব সাহা বলেন, “চরম ঝুঁকি নিয়ে থাকতে হয় স্কুলে। পড়ুয়া, শিক্ষক-সবাই আতঙ্কের মধ্যে থাকে। প্রশাসনের কাছে লিখিতভাবে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।” কাঁকসার শিক্ষা দফতরের আধিকারিক সুদীপ সরকার বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সংস্কার করা হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

