দুর্গাপুর: ‘গুরু পাপে লঘুদন্ড। আরজি কর তদন্তে পুলিশের পাশাপাশি সিবিআই এর ভূমিকা নিয়েও প্রশ্ন থাকছে’, দুর্গাপুরে দলীয় কর্মীদের সাথে বনভোজনে সামিল হয়ে শনিবার আর জি কর কাণ্ডের রায় নিয়ে এভাবেই মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার সোয়াই চন্ডিপুরে বিজেপি বনভোজন এর আয়োজন করে। এদিনই আরজি কর কাণ্ডে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আদালত।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
দিলীপ ঘোষ বলেন, “যে ঘটনা ঘটেছিল আরজি করে, তা পশ্চিমবঙ্গের পাশাপাশি সারা দেশকে নাড়া দিয়েছে। সঞ্জয় রায় যদি অপরাধী হয়ে থাকে, তথ্য প্রমাণ যদি তাইই বলে, তাহলে শাস্তি হয়েছে ঠিকই আছে। কিন্তু মানুষের মন মানছে না। এত বড় ঘটনায় একজন মাত্র দোষী! এই ঘটনার পিছনে আরও কী রহস্য রয়েছে, সেই প্রশ্ন থেকে যাচ্ছে। মনে হচ্ছে গুরু পাপে লঘু দণ্ড হল। পুলিশের ভূমিকা নিয়ে সবসময়ই প্রশ্ন আছে। সিপিএম আমল থেকে পুলিশকে নিষ্ক্রিয় করা হয়েছে। এখনও পুলিশকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। সেজন্যই পুলিশ সঠিক কাজ করতে পারে না।সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। কিন্তু সিবিআইকে তদন্তের ভার দিয়েছিল আদালত। আদালত তার কাজ বিবেচনা করবে। আমাদের আদালতের উপর ভরসা আছে।”
( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )।