দুর্গাপুর দর্পণ, ১ জুন ২০২৪: শনিবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের পানাগড়ে দলীয় কর্মীদের নিয়ে গণনা নিয়ে বৈঠক করলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সারা দেশের সঙ্গে পশ্চিম বঙ্গেও বিজেপির ফল ভাল হবে বলে দাবি করেন তিনি।শেষ দফা ভোটে তৃণমূলের বিরুদ্ধে কয়েকটি জায়গায় অশান্তির অভিযোগ উঠেছে। সে প্রসঙ্গে দিলীপ বলেন, তৃণমূলের হারার সম্ভাবনা। সেজন্য ওরা একটু ভয় পেয়ে এসব গন্ডগোল করছে।
গণনাকেন্দ্রের মধ্যে যাতে কোনও এদিক ওদিক না হয় সেজন্য প্রয়োজনীয় সাবধানতা নেওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, আমাদের সাবধানতা আছে। পাশাপাশি সরকারের তরফ থেকে আইনের অনেক পরিবর্তন হয়েছে যাতে এই ধরণের গোলমাল না হয়। বাকি কেন্দ্রীয় বাহিনী আছে। দলীয় কর্মীরা আছে। পুরো ঠিকঠাক হবে। প্রশাসনও যথেষ্ট সতর্ক আছে।
( Dr. BC Roy Engineering College & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্যে বার বার গ্রেফতারির আশঙ্কার কথা উল্লেখ প্রসঙ্গে দিলীপ বলেন, মনের মধ্যে যদি পাপ থাকে তাহলে তো ভয় হবেই। যদি অন্যায় না করে থাকেন কেউ কিছু করবে না। আইন আছে। আইন দেখবে। আর অন্যায় করলে কেউ বাঁচাতে পারবে না।
ডায়মন্ডহারবারে সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী। সে প্রসঙ্গে দিলীপ বলেন, অনেক জায়গায় এরকম হয়। চেষ্টাও হচ্ছে। তা না হলে তৃণমূল জিতবে না। তবুও মানুষ বেরিয়ে এসে ভোট দেবেন। দু এক জায়গায় খুচখাচ গন্ডগোল হবে কিন্তু ভোট ঠিকঠাক হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।