দুর্গাপুর দর্পণ, ৫ মে ২০২৪: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারের জন্য দফায় দফায় এসে থাকছেন পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে। তাঁর যাতায়াতের জন্য গান্ধী মোড় ময়দানে দাঁড়িয়ে থাকে হেলিকপ্টার। এবার সেই বিষয়টি নিয়েই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
চাকদার জনসভা থেকে বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিয়ে বলেছিলেন নিঃশর্ত নাগরিকত্ব চাই। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ এদিন বলেন, “নিঃশর্তই হবে। উনার দরকার আছে, উনি আবেদন করে দিন। কোন দেশ নিঃশর্ত নাগরিকত্ব কাউকে দিয়েছে। সেই লোকটা কোথা থেকে এসেছে, সে সন্ত্রাসবাদী না কি, আমরা জানব না! যে তিনটে দেশের কথা বলা হয়েছে, সেই তিনটে দেশের নাগরিকদের নাগরিকত্ব দেওয়া হবে সেখানকার সংখ্যালঘুদের। কেউ যদি রাশিয়া থেকে এসে বলে তাকে তো নাগরিকত্ব দেওয়া হবে না। সেই জন্য কোথা থেকে এসেছে জানাও। পেয়ে যাবে বাংলাদেশ থেকে এলে।”
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466 )
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের হোটেল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তের জনসভায় যোগ দিচ্ছেন হেলিকপ্টারে করে। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “দিলীপ ঘোষ যখন মেদিনীপুরে ছিল তখন জঙ্গলমহলে ঘাঁটি গাড়তেন, হারিয়েছি। এখন বর্ধমানে এসেছেন ঘাঁটি গেড়েছেন, হারাবো। আমরা যেমন সাইকেল রাখি স্টেশনে, উনি তেমন হেলিকপ্টার রেখেছেন সিটি সেন্টারে। হেলিকপ্টার রাখুন, গাড়ি রাখুন, যাই রাখুন, বর্ধমানের মানুষ কেউ ভোট দেবে না।”
মেদিনীপুরে তৃণমূল প্রার্থী জুন মালিয়া অভিযোগ তুলেছিলেন, পাঁচ বছরে সংসদে কোন আওয়াজই তোলেননি দিলীপ ঘোষ। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ জুন মালিয়াকে আক্রমণ করে বলেন, “উনি জানেন সংসদটা কোথায়? বিধানসভাটা ভালো করে জানুন। সন্ধ্যা রায়ের মতো সুন্দর চেহারা দেখার জন্য লোকে বসে থাকতো। ওনাকে তো টিভিতেও দেখায় না। কী অভিনয় করেছেন, কেউ জানে না। আর ওনাকে দেখতেও পাওয়া যায় না। রোদে বেরোলে চেহারা খারাপ হয়ে যাবে। মেদিনীপুরে কোথায় থাকেন, দলের লোকেদের সাথে ঝগড়া করে আবার কলকাতায় ফিরে আসেন।” এদিন দুর্গাপুরের অঙ্গদপুরের কেমিক্যালস কারখানা চত্বর জুড়ে প্রাতঃভ্রমণ করেন দিলীপ। তিনি ২০০ টাকা কেজি দরে চারা পোনা মাছ কিনে মাছ বিক্রেতাকে ধূমপান না করার পরামর্শ দেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।