দুর্গাপুর নয়, শুক্রবার সকালে দিল্লি পাড়ি দিলেন দিলীপ, জানালেন পার্টির কাজেই যাচ্ছেন!

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শুক্রবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে নেহেরু স্টেডিয়ামে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভায় আসবেন না বর্ধমান দুর্গাপুর লোকসভার পরাজিত বিজেপি প্রার্থী তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তা নিয়ে বিতর্ক ক্রমশ বেড়েই চলেছে। শনিবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির বিমান ধরেন তিনি। তিনি জানান, পার্টির কাজে দিল্লি যাচ্ছেন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
বিমানবন্দরে দিলীপ বলেন, ‘‘আমাকে কর্মীরা ডেকেছিলেন, আমি তাই হ্যাঁ বলেছিলাম। পার্টি আমাকে ডাকেনি। হয়তো পার্টি চায়ও না আমি দুর্গাপুরে যাই। গেলে অস্বস্তি হবে। সেই জন্য আমি প্রধানমন্ত্রীর সভায় যাচ্ছি না।’’ দুর্গাপুরের সভা এড়ানোর জন্যই কি দিল্লি যাচ্ছেন দিলীপ? রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “আপনার প্রশ্ন করার অধিকার আছে। আমারও প্রশ্নের উত্তর না দেওয়ার অধিকার আছে। দিলীপ ঘোষ বিজেপিতে ছিলেন, আছেন এবং সক্রিয়ভাবে বিজেপিতেই থাকবেন।”
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

