অন্ডাল বিমানবন্দর থেকে সরাসরি বারাণসী ফ্লাইট চালু, সপ্তাহে তিনদিন উড়ান পরিষেবা

কাশী ভ্রমণ এখন আরও সহজ!
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরবাসীর জন্য এ এক বড় সুখবর। দুর্গাপুরের অন্ডালে অবস্থিত কাজী নজরুল ইসলাম বিমানবন্দর (Kazi Nazrul Islam Airport – Andal Airport) থেকে এবার শুরু হচ্ছে বারাণসীর সরাসরি বিমান পরিষেবা। ইন্ডিগো (IndiGo Airlines) এই নতুন রুটে ফ্লাইট চালু করছে ২৮ অক্টোবর থেকে। পুজো মরসুমে এই ঘোষণা হওয়ায় উচ্ছ্বাস বেড়েছে স্থানীয়দের মধ্যে।
সপ্তাহে তিন দিন—মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার—যাত্রীদের জন্য এই পরিষেবা মিলবে। এই রুটে টিকিট বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে। এই নতুন সংযোগ চালু হওয়ার ফলে দুর্গাপুরবাসীর কাশী যাত্রা অনেক সহজ হবে। বারাণসী, যাকে কাশী বা মহাদেবের নগরী বলা হয়, ভারতের অন্যতম জনপ্রিয় ধর্মীয় ও সাংস্কৃতিক শহর। দুর্গাপুর ও পশ্চিম বর্ধমান জেলার বহু মানুষ প্রতিবছর কাশী বিশ্বনাথের দর্শনে যান। এতদিন তাঁদের কলকাতা বা অন্য বিমানবন্দর ব্যবহার করতে হত। এখন দুর্গাপুরের অন্ডাল থেকেই সরাসরি উড়ান শুরু হওয়ায় ভ্রমণ হবে অনেক সহজ।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
ফ্লাইটের সময়সূচী ও পরিষেবা
ইন্ডিগো জানিয়েছে, সপ্তাহে তিন দিন—মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার—যাত্রীদের জন্য এই পরিষেবা দেওয়া হবে।
-
দুর্গাপুর থেকে ফ্লাইট ছাড়বে দুপুর ১:৪৫ মিনিটে এবং বারাণসীতে পৌঁছাবে বিকেল ৩টায়।
-
অপরদিকে বারাণসী থেকে ফ্লাইট ছাড়বে দুপুর ১:২৫ মিনিটে এবং দুর্গাপুরে পৌঁছাবে বিকেল ৫:১০ মিনিটে।
টিকিট বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে। যাত্রীরা এখন মাত্র দেড় ঘন্টার মধ্যেই দুর্গাপুর থেকে কাশী পৌঁছে যেতে পারবেন। বর্তমানে অন্ডাল বিমানবন্দর থেকে সংযুক্ত শহরগুলি হল দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, ভুবনেশ্বর, গুয়াহাটি, বাগডোগরা। এই তালিকায় আগামী কয়েকদিনের মধ্যেই যুক্ত হতে চলেছে বারাণসী-ও।
এই নতুন সংযোগের ফলে দুর্গাপুর ও পশ্চিম বর্ধমান জেলার ব্যবসায়ী, ছাত্রছাত্রী ও পর্যটকদেরও বড় সুবিধা হবে। শিল্পাঞ্চল হওয়ায় দুর্গাপুর থেকে ব্যবসায়িক ভ্রমণের চাহিদা ক্রমশ বাড়ছে। একই সঙ্গে বারাণসীর মতো ঐতিহাসিক শহরে পর্যটন সহজ হওয়ায় সাংস্কৃতিক ও আধ্যাত্মিক যোগাযোগও আরও মজবুত হবে। কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের পরিচালক কৈলাস মণ্ডল বলেন, “দুর্গাপুর থেকে বারাণসীর সরাসরি উড়ান চালু হওয়া আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন। আমরা চাইছি দুর্গাপুর বিমানবন্দরকে দেশের আরও শহরের সাথে সংযুক্ত করতে। যাত্রী চাহিদা অনুযায়ী আগামী দিনে আরও নতুন রুট চালুর পরিকল্পনা রয়েছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
