দুর্গাপুজোর প্রাক্কালে মুজরাকোন্দা গ্রামের দুঃস্থদের বস্ত্র বিতরণ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বিজেপির সুশাসন বিভাগের পক্ষ থেকে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ২৫ নম্বর ওয়ার্ডের মুজরাকোন্দা গ্রামের দুঃস্থদের দুর্গাপুজোর আগে বস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে। গ্রামের একমাত্র প্রাথমিক স্কুলের অবস্থা বেহাল। গ্রামে প্রায় ৫০ ঘর আদিবাসীর বসবাস। মঙ্গলবার সেখানকার প্রায় ২০০ জনের হাতে নতুন জামা-কাপড় ও শাড়ি তুলে দেওয়া হয়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
উপস্থিত ছিলেন বিজেপির সুশাসন বিভাগের ইনচার্জ অমিতাভ বন্দ্যোপাধ্যায়, দেবু স্বর্ণকার, জয়দীপ ব্যানার্জি, ঝুমা চক্রবর্তী, সুম্মা প্রসাদ, বিজয় সিং, অরূপ পার্থনবিশ, সোমনাথ চক্রবর্তী প্রমুখ। অমিতাভবাবু বলেন, “ওই গ্রামের একমাত্র স্কুলটির জরাজীর্ণ দশা। অবিলম্বে প্রশাসনের কাছে অনুরোধ, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
