দুর্গাপুরে শুরু হল জেলা স্তরের স্কুল খো-খো প্রতিযোগিতা

ইছাপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে শুরু প্রতিযোগিতা
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সাব-ডিভিশনাল কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস, দুর্গাপুর-এর উদ্যোগে শনিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ইছাপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা স্তরের স্কুল খো-খো প্রতিযোগিতার সূচনা হল। এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে জেলার বিভিন্ন স্কুল থেকে বাছাই করা অনুর্ধ ১৭ ও ১৯ বছরের ছাত্র ছাত্রীরা।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায়, চুমকি মুখোপাধ্যায়, প্রবীণ সমাজসেবী সুদেব রায় প্রমুখ। পতাকা উত্তোলন ও উদ্বোধনী ভাষণের মাধ্যমে শুরু হয় প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্র ছাত্রীরা। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিজয়ীদের জন্য রয়েছে পুরস্কারের ব্যবস্থা। এই প্রতিযোগিতার মাধ্যমে জেলাস্তরীয় খো-খো দল গঠনের জন্য উপযুক্ত প্রতিভা বেছে নেওয়া হবে বলে জানা গিয়েছে। এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ছাত্র ছাত্রীদের মধ্যে শারীরিক সক্ষমতা, দলগত সংহতি এবং খেলোয়াড়সুলভ মনোভাব গড়ে তুলতে বিশেষভাবে সহায়ক। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
