কাঁকসায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন জেলাশাসক
দুর্গাপুর: রবিবার কাঁকসা ব্লকের আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন জেলাশাসক পন্নামবলাম এস। তাঁর সঙ্গে ছিলেন দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, কাঁকসার বিডিও পর্না দে। তাঁরা ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। প্রশাসনের পক্ষ থেকে সাধ্যমতো তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। বাসিন্দারাও তাঁদের সমস্যার কথা জানান।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

কাঁকসায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন জেলাশাসক
রবিবার কাঁকসা ব্লকের আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন জেলাশাসক পন্নামবলাম এস। তাঁর সঙ্গে ছিলেন দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, কাঁকসার বিডিও পর্না দে। তাঁরা ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
Published By
Arpita Majumder
DURGAPUR DARPAN