প্রাথমিক স্কুলে গিয়ে পড়ুয়াদের দাবি-দাওয়া শুনলেন জেলাশাসক

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বুধবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা পঞ্চায়েতের বৈদ্যনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে দেখা করলেন জেলাশাসক পন্নমবলম এস। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে তিনি এসেছিলেন নতুনডাঙা কমিউনিটি হলে। এলাকার সমস্যার কথা শোনেন জেলাশাসক। ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যরা। সমস্যা সমাধানের ব্যবস্থা করেন তাঁরা।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এখানে কর্মসূচী শেষ হলে বিধায়ক সহ অন্যদের নিয়ে জেলাশাসক পৌঁছে যান বনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে বিদ্যালয়ের পড়ুয়ারা তাঁদের স্বাগত জানান। খুদে পড়ুয়ারা তাদের নানা দাবি-দাওয়ার কথা তুলে ধরে। ফুটবলের আর্জি জানায় তারা। বিদ্যালয়ের শৌচাগার সংস্কারের দাবি জানায়। বিধায়ক শৌচাগার সংস্কারের জন্য ১ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। জেলাশাসক বলেন, বড়দের পাশাপাশি ছোটদেরও নানা কিছু বলার থাকে। সেই সব শুনতেই এদিন ওই বিদ্যালয়ে গিয়েছিলেন বলে জানান তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
