আন্তর্জাতিক নারী দিবসে জেলা তৃণমূলের বিশেষ উদ্যোগ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আন্তর্জাতিক নারী দিবসের সুবর্ণজয়ন্তী বর্ষে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) জেলা তৃণমূলের উদ্যোগে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং সমবায় দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি, পুর নিগমের চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যান্যরা।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
দুর্গাপুরের বিভিন্ন পেশা ও কর্মে নিযুক্ত বিশিষ্ট ৫০ জন মহিলাকে এদিন তৃণমূলের পক্ষ থেকে সম্মানিত করা হয়। জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “এবার আন্তর্জাতিক নারী দিবসের সুবর্ণজয়ন্তী বর্ষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সদা সচেষ্ট। জেলা তৃণমূলের পক্ষ থেকে পশ্চিম বর্ধমান জেলাকে যাঁরা এগিয়ে নিয়ে চলেছেন, সমাজের সর্বস্তরের তেমন মহিলাদের সম্মানিত করার চেষ্টা করেছি আমরা।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
