বাড়বে কর্মসংস্থান, দুর্গাপুরের CAAD সেন্টারের সঙ্গে ‘মউ’ ডাঃ বি. সি. রায় পলিটেকনিকের

বাড়বে কর্মসংস্থান, দুর্গাপুরের CAAD সেন্টারের সঙ্গে ‘মউ’ ডাঃ বি. সি. রায় পলিটেকনিকের
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ডাঃ বি. সি. রায় পলিটেকনিক দুর্গাপুরের CAAD সেন্টারের সঙ্গে গুরুত্বপূর্ণ ‘মউ’ সাক্ষর করল। এর ফলে শিল্প-শিক্ষা অংশীদারিত্ব জোরদার হবে, শিল্প ও শিক্ষাক্ষেত্রের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে। গত ২৩ এপ্রিল এই সমঝোতা স্মারক সাক্ষর হয়। ডাঃ বি. সি. রায় পলিটেকনিকের অধ্যক্ষ ডঃ অরিজিৎ কুমার ব্যানার্জি এবং দুর্গাপুরের CAAD সেন্টারের সেন্টার হেড প্রিয়া মুখার্জি আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ বি. সি. রায় পলিটেকনিকের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান, বিদিশা দত্ত এবং CAAD সেন্টারের জেনারেল ম্যানেজার (Brand & Expansion) ইন্দ্রনীল ব্যানার্জি। অনুষ্ঠানে দুটি প্রতিষ্ঠানের ফ্যাকাল্টি এবং কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ডাঃ বি. সি. রায় পলিটেকনিকের অধ্যক্ষ ডঃ অরিজিৎ কুমার ব্যানার্জি এবং দুর্গাপুরের CAAD সেন্টারের সেন্টার হেড প্রিয়া মুখার্জি, দু’জনেই আশা প্রকাশ করেন যে, এই অংশীদারিত্ব উভয় প্রতিষ্ঠানের জন্যই লাভদায়ক হবে এবং শিক্ষার্থীদের শিল্প উপযোগী দক্ষতা অর্জনে পারদর্শী করে তুলবে।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

জানা গিয়েছে, এই চুক্তির ফলে প্রশিক্ষণ, কারখানা পরিদর্শন, বিশেষজ্ঞদের পরামর্শ, প্লেসমেন্ট সহ নানা সহযোগিতা পাবে শিক্ষার্থীরা। সেজন্য কম্পিউটার ভিত্তিক ডিজাইন, পাইথন, জাভা, ডেটা অ্যানালিটিক্স এবং আরও অনেক কিছুতে বিশেষজ্ঞদের তত্বাবধানে শিক্ষার্থীদের উপযুক্ত করে তোলা হবে। ডাঃ বি. সি. রায় পলিটেকনিকের শিক্ষার্থীদের জন্য এই মউ চুক্তি শিল্প ক্ষেত্রে কর্মসংস্থানের জন্য বিশেষ সুযোগ বয়ে আনবে বলে কলেজ কর্তৃপক্ষের আশা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

 

 

Highlight
বাড়বে কর্মসংস্থান, দুর্গাপুরের CAAD সেন্টারের সঙ্গে 'মউ' ডাঃ বি. সি. রায় পলিটেকনিকের
News
বাড়বে কর্মসংস্থান, দুর্গাপুরের CAAD সেন্টারের সঙ্গে 'মউ' ডাঃ বি. সি. রায় পলিটেকনিকের
:
ডাঃ বি. সি. রায় পলিটেকনিক দুর্গাপুরের CAAD সেন্টারের সঙ্গে গুরুত্বপূর্ণ 'মউ' সাক্ষর করল। এর ফলে শিল্প-শিক্ষা অংশীদারিত্ব জোরদার হবে, শিল্প ও শিক্ষাক্ষেত্রের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!