দুর্গাপুর: জেলার একমাত্র শিক্ষক হিসাবে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (এনসিটিই)- এর মেন্টর নিযুক্ত হলেন দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুল (উচ্চ মাধ্যমিক)-এর প্রধান শিক্ষক ড. কালিমুল হক। এনসিটিই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় এর অধীন একটি সংস্থা, যা স্কুল শিক্ষকদের উন্নতির জন্য জাতীয় মেন্টরিং মিশনের আওতায় কাজ করে।
ড. কলিমুল হকের দীর্ঘ অভিজ্ঞতা এবং শিক্ষা ক্ষেত্রে তাঁর অসামান্য কৃতিত্বের জন্য তাঁকে এই দায়িত্বে নিযুক্ত করা হয়েছে। তিনি ২০১৬ সালে অবিভক্ত বর্ধমান জেলার সেরা প্রধান শিক্ষক পুরস্কার, ২০১৯ সালে মুখ্যমন্ত্রীর হাত থেকে শিক্ষা রত্ন পুরস্কার এবং ২০২০ সালে ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে জাতীয় শিক্ষক পুরস্কার লাভ করেন।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
তাঁর বিদ্যালয়, নেপালি পাড়া হিন্দি হাই স্কুল, ২০১৭ সালে শিশু মিত্র বিদ্যালয় পুরস্কার (জেলার সেরা বিদ্যালয়), ২০১৯ সালে যামিনী রায় পুরস্কার (রাজ্যের সেরা বিদ্যালয়) এবং ২০২২ সালে স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার (জাতীয় স্তরের স্বীকৃতি) অর্জন করে। মেন্টর হিসাবে ড. কলিমুল হক দেশের অন্যান্য শিক্ষকদের প্রশিক্ষণ, অনুপ্রেরণা এবং দিকনির্দেশনার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।