‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ বিষয়ে অঙ্কন প্রতিযোগিতা হল প্রাথমিকের খুদেদের নিয়ে

মোট ১১০ জন অংশ নিয়েছিল প্রতিযোগিতায়
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের রামকৃষ্ণপল্লী বিবেকানন্দ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ বিষয়ে বসে আঁকো প্রতিযোগিতা। মূলত ৩টি বিভাগে ছাত্র-ছাত্রীদের ভাগ করে প্রতিযোগিতা আয়োজিত হয়। শিশু বিভাগ ও প্রথম শ্রেণী নিয়ে একটি, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী নিয়ে একটি এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণী নিয়ে একটি গ্রুপ করা হয়েছিল। সব গ্রুপ মিলিয়ে মোট ১১০ জন অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায়। প্রতিযোগিতার আয়োজন করেছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
উপস্থিত ছিলেন এসিপি (ট্রাফিক) রাজকুমার মালাকার, এএসআই রঞ্জন মুর্মু, এএসআই তাপস গুঁই, ওসি ট্রাফিক সঞ্জীব সোম, পুরসভার শিক্ষা আধিকারিক সংঘমিত্রা দাসগুপ্ত , বিবেকানন্দ বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষিকা সুতপা বক্সী, সঙ্গীত শিল্পী বুদ্ধদেব দাশগুপ্ত, দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমন্ডলীর সদস্য রাখি তেওয়ারি, সমাজসেবী রমাপ্রসাদ হালদার, উজ্জ্বল মুখোপাধ্যায়, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজন রায়, অন্যান্য শিক্ষক শিক্ষিকারা, বিবেকানন্দ বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সদস্য বিপ্লব সাহা, তন্ময় রায় প্রমুখ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
