দুর্গাপুরে কাজ হারানো গাড়ি চালকদের পুনর্বহালের দাবিতে স্মারকলিপি

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ঠিকাদার বদলাতেই চলে গেল কাজ। রাষ্ট্রায়ত্ত সংস্থার হয়ে ঠিকাদারের অধীনে গাড়ি চালকের কাজ করতেন ওঁরা। ৫ বছর ধরে গাড়ি চালকের কাজ করছিলেন। কিন্তু নতুন ঠিকা সংস্থা এসে তাঁদের জোর করে বসিয়ে দেয় বলে অভিযোগ। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ঘটনা। অবিলম্বে তাঁদের কাজ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে সোমবার দুর্গাপুরের মহকুমাশাসকের দফতরে স্মারকলিপি দিয়েছে ভূমি রক্ষা কমিটি।
কমিটির তরফে জানানো হয়েছে, নতুন টেন্ডার পায় যে কোম্পানি তার কর্ণধার উত্তরপ্রদেশের বাসিন্দা। অভিযোগ, তিনি ৪ জন চালক সৈকত রায়, সঞ্জয় ঠাকুর, সুভাষ দাস, বকুল বিশ্বাসকে ডেকে নির্দেশ দেন, কাজ বজায় রাখতে গেলে তাঁদের মাসিক বেতন থেকে কিছু টাকা কোম্পানির অ্যাকাউন্টে ফেরত পাঠাতে হবে। তাঁরা রাজি হননি। এরপরেই তাঁদের কাজ থেকে বসিয়ে দেওয়া হয়। দেড় বছর পরেও পরিস্থিতি বদলায়নি।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
কমিটির পক্ষে ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত বার্তা দিচ্ছেন পরিযায়ী শ্রমিকদের নিজের রাজ্য ফিরে আসার জন্য। সেখানে আমাদের এলাকার ছেলেদের কাজ থেকে বসিয়ে ভিন রাজ্য থেকে লোক এনে কাজ করানো হচ্ছে। ভূমিপুত্রদের কাজ কেড়ে নিয়ে কেন বহিরাগতদের নিয়োগ করা হবে?” তিনি জানান, ১৩ অক্টোবরের মধ্যে কাজে না ফেরালে বৃহত্তর আন্দোলন হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
