দুর্গাপুর দর্পণ,কাঁকসা, ২ জানুয়ারি ২০২৪: নয়া পরিবহণ আইনের বিরুদ্ধে ট্যাঙ্কার চালকেরা ‘স্টিয়ারিং ছাড়ো’ আন্দোলন শুরু করেছেন। এর জেরে মঙ্গলবার সকাল থেকে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) রাজবাঁধের তিনটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার জ্বালানি তেল পরিবহণ বন্ধ হয়ে গিয়েছে।
নয়া পরিবহণ আইন অনুযায়ী, দুর্ঘটনা হলে ৫ লক্ষ টাকা পর্যন্ত দিতে হবে ট্রাক চালকদের। কিন্তু ট্রাক চালকদের দুর্ঘটনায় মৃত্যু হলে ক্ষতিপূরণের বিষয়ে কিছু বলা হয়নি। তাই নয়া পরিবহণ আইনের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনে সামিল হয়েছেন ট্রাক চালকেরা। চালক জিয়ারুল হক অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় জাতীয় সড়ক বেহাল। কোথাও আবার ব্যাপক যানজট দেখা দিচ্ছে। সেই কারণেই দুর্ঘটনা ঘটছে বিভিন্ন সময়। এই দায় কেন্দ্রীয় সরকারের।
তাই, নয়া পরিবহণ আইন প্রত্যাহার না করা পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। এই আন্দোলনের জেরে রাজ্যের বিভিন্ন জেলায় জ্বালানি তেলের ঘাটতি দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে। অশান্তি এড়াতে কাঁকসা থানার পুলিশ গিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।