শহরে মদ্যপ দুষ্কৃতীদের তান্ডব, পুড়ে ছাই তিনটি দোকান

পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার সামগ্রী
দুর্গাপুর দর্পণ, রানিগঞ্জ: মদ্যপ দুষ্কৃতীদের তান্ডবে পুড়ে ছাই তিনটি দোকান। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) রানিগঞ্জের ঘটনা। মঙ্গলবার রাতের এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। প্রায় আধ ঘন্টার চেষ্টায় শেষ পর্যন্ত আগুন আয়ত্বে আসে। স্থানীয় বাসিন্দারা দুষ্কৃতীদের বিরুদ্ধে সরব হয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিয়ারসোল রাজবাড়ি মোড় এলাকায় তিনটি গুমটি দোকানে মঙ্গলবার রাতের অন্ধকারে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেয়। পুড়ে ছাই হয়ে যায় তিনটি দোকান। নষ্ট হয় কয়েক লক্ষ টাকার সামগ্রী। রাত সোয়া ৯টা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান দোকানের মালিকেরা। তাঁদের একজন বিজয় চাঁদ বলেন, “রাত সাড়ে ১১টা নাগাদ খবর পাই, দোকানে আগুন লেগেছে। এসে দেখি, দাউ দাউ করে জ্বলছে সব। পুজোর সময় নতুন করে সামগ্রী মজুত করেছিলাম। প্রায় ৩ লক্ষ টাকার সামগ্রী ছাই হয়ে গিয়েছে।”
খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক রূপেশ যাদব। তিনি বলেন, “আগুন কেউ না কেউ লাগিয়েছে। তিনটি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, মদ্যপ দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। পাশেই ট্রান্সফর্মার ছিল। দমকল দ্রুত আগুন নেভাতে না পারলে আরও বড় বিপদ হতে পারত। পুলিশ তদন্ত করছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )