দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বরে মাতালের মাতলামি!

দুর্গাপুর: মহকুমা হাসপাতাল চত্বরে মাতালের মাতলামি! এক ব্যক্তিকে আটক করল পুলিশ। শনিবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর মহকুমা হাসপাতালের ঘটনা। মহকুমা তথা জেলার বিভিন্ন প্রান্তের মানুষ এখানে আসেন চিকিৎসার জন্য। সঙ্গে আসেন রোগীর পরিজনেরাও। এদিন হাসপাতাল চত্বরে মত্ত ব্যক্তির গালিগালাজ শুনে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন রোগীর আত্মীয় পরিজনেরা। ঘটনার খবর পেয়ে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক রোগীর এক আত্মীয় বলেন, “হাসপাতালে চিকিৎসা পরিষেবা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। কিন্তু হাসপাতালের নজরদারি সেই তুলনায় বাড়েনি। হাসপাতাল চত্বরে মদ খেয়ে গালিগালাজ করছে এক ব্যক্তি। এখানে বহু মহিলা রয়েছেন। তাঁদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আমরা চাই, হাসপাতালের নজরদারি ও নিরাপত্তা আরও জোরদার করা হোক।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
